ওয়েবডেস্কঃ
গত ১৪ ই ফেব্রুয়ারি পুওয়ামা জঙ্গি হামলার চারদিন পর অর্থাৎ ১৮ ই ফেব্রয়ারি পুলওয়ামা থেকে প্রায় ৮ কিমি দূরে পিংলানে জঙ্গিদের গোপন ঘাঁটিতে হামলা চালিয়ে দুইজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনারা। দেশের প্রথম সারির বিভিন্ন সংবাদ মাধ্যম একটি ছবি প্রকাশ করে দাবি করে ওই ছবিটি হলো পুলওয়ামা বিস্ফোরণের “মাস্টারমাইন্ড” জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর কমান্ডার আব্দুল রশিদ গাজী অ্যালিয়াস কামরানের, যে পিংলানে সেনাদের গুলিতে নিহত দুই জঙ্গির মধ্যে একজন ।
সংবাদ মাধ্যমগুলোতে যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে কামরান একটি কালো উর্দি পরিহিত, বাঁ হাতে রিস্ট ওয়াচ সহ ওয়াকি- টকি অর্থাৎ বেতার টেলিফোন রয়েছে । ছবিতে আরও দেখা যাচ্ছে কোমরের বেল্ট সংলগ্ন করে বাঁ দিকে একটি রুল জাতীয় লাঠিও রয়েছে ।সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সাথে সাথে ছবিটি কে নিয়েও উদ্বেগ বাড়তে থাকে বিভিন্ন মহলে ।
এরই মধ্যে বিতর্কের রেস বাড়িয়ে ঐ সমস্ত সংবাদমাধ্যমের দাবিকে নস্যাৎ করে বুম লাইভ দাবি করে যে বিভিন্ন সংবাদ মাধ্যম কামরানের ছবি বলে যেটিকে দাবি করছে সেটি আসলে এডিট করা একটি ফটো । তাদের দাবি ওই ছবিতে যে মুখবিবর দেখানো হচ্ছে সেটি অবশ্য কামরানের । কিন্তু অবশিষ্ট দেহাংশের যে চিত্র দেখা যাচ্ছে সেটি আদতে কামরানের নয় । সেটি ব্রাজিলের সাও পাওলো মেট্রো সিকিউরিটিতে কর্মরত একজন সুদর্শন অফিসার গিলহার্ম লিও (Guilherme Leão) এর। তার সুদর্শন চেহারার জন্যই তিনি বিখ্যাত।গিলহার্মের ওই ফটোর সাথে ভাইরাল হওয়া কামরানের ফটো পাশাপাশি রেখে দুটি ফটোর সাদৃশ্য তুলে ধরে সংবাদসংস্থা বুম দাবি করছে গিলহার্মের বডির ওপরে কামরানের মুখ বসিয়ে সম্পূর্ণ ছবিটাকে এডিট করে কামরানের ছবি বলে চালানো হচ্ছে ।
পাশাপাশি আরও এক সংবাদ সংস্থা অলট্ নিউজ (altnews) ‘বুম লাইভ’ এর মত একই দাবি করে বলছে ভাইরাল হওয়া কামরানের ওই ছবিটি আসলে” পুলিশ শুট ফটো ফ্রেম মেকার” (Police Suit Photo Frame Maker) অ্যাপের মাধ্যমে এডিট করা হয়েছে ।
তাদের দাবি ওই ফটোতে মুখবিবরটি যদিও কামরানের কিন্তু ফটোতে থাকা মুখ বাদে বাকি পূর্ণ অংশ অর্থাৎ পুরো শরীররের চিত্র আমেরিকার জনপ্রিয় কিংবদন্তি জন বন যোভি’র।
সংবাদ সংস্থা ‘অলট্ নিউজ’ কিংবদন্তি যোভির ফটোর পাশে কামরানের ফটোটি রেখে দুটি ফটোর পারস্পারিক মিল গুলি চিহ্নিত করে দাবি করছে ,যে ফটোটি কামরানের বলে চালানো হচ্ছে সেটি আসলে কিংবদন্তি জন বন যোভি’র ফটো থেকে এডিট করা।
So @abpnewstv , @IndiaToday , @timesofindia all used a morphed picture of terrorist ..
And they morphed the body of @jonbonjovi ..
So patriotic ..
…
I shouldn't laugh ..
But .. #ROFLMAO pic.twitter.com/QRKmT3cqqM— Shuvankar Mukherjee (@shuvankr) February 18, 2019
(ছবি ও তথ্য সূত্র-altnews.in এবং boomlive.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584