রাজ্যের স্কুলগুলিকে এবার সেফ হোম করার সিদ্ধান্ত শিক্ষা দফতরের

0
110

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাব, ঘাটতি রয়েছে ভ্যাকসিনেও। চিকিৎসা ব্যবস্থার হাল কিছুটা ফেরাতে এবার রাজ্যের স্কুলগুলিকে সেফ হোম করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

govt school | newsfront.co
প্রতীকী চিত্র

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, ক্লাস চলছে অনলাইনেই। তাই এবার রাজ্যে বেড সমস্যা মেটাতে স্কুলগুলোকে সেফ হোমে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই জেলাশাসকদের চিঠি দিয়ে স্কুলগুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই খুলবে স্কুলের দরজা তবে আপাতত সেফ হোম হিসেবেই।

আরও পড়ুনঃ চলতি সপ্তাহেই আছড়ে পড়তে চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘যশ’

দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলের ভেতরের পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর, আর করোনা রোগীদের রাখা উচিত পরিষ্কার, পরিচ্ছন্ন, হাওয়া-বাতাস চলাচল করা পরিবেশে। তাই ভালোভাবে স্যানিটাইজ করার পরই খুলবে স্কুলের দরজা।

উল্লেখ্য, রাজ্যে দৈনিক সংক্রমন কমলেও মৃত্যু শতাধিক। এই পরিস্থিতিতে বেডের সমস্যা মেটাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here