প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করতে উদ্যোগ শিক্ষা দফতর

0
58

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শনিবারই উচ্চ মাধ্যমিকের মত কলেজ বিশ্ববিদ্যালয়গুলির সব পরীক্ষা বাতিল ঘোষনা করে ছিল রাজ্য শিক্ষা দফতর। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে ভাবে করোনার সংক্রমণের প্রকোপ বাড়ছে, তাতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

exam | newsfront.co
প্রতীকী চিত্র

করোনার পরিস্থিতিতে কোনও ভাবে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। এবার উচ্চমাধ্যমিকের মত কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মূল্যায়ন কি ভাবে হবে, সে বিষয়েও সুর্নিদিষ্ট পরিকল্পনা ব্যক্ত করল উচ্চ শিক্ষা দফতর।

জানানো হয়েছে, পাঁচ সেমিস্টারের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর দিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করতে চায় রাজ্য শিক্ষা দফতর। এক্ষেত্রে বিগত ৫ সেমিস্টারের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ৮০ শতাংশ দেওয়া হবে। আর বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। রাজ্য শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ লকডাউনে বেড়েছে বাল্যবিবাহের হার, পুলিশকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

এ নিয়ে শনিবারই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতরের কাছে। যেখানে ফলপ্রকাশের পদ্ধতির কথা সবিস্তরে বলা হয়েছে।

সুপারিশে বলা হয়, স্নাতক স্তরের পরীক্ষার্থীদের ফাইনাল সেমিস্টারের নম্বর ঠিক করা হবে দুই পর্যায়ে। বিগত ৫টি সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারে ওই পড়ুয়া সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই সেমিস্টারের নম্বরের ভিত্তিতে শেষ সেমিস্টারের ৮০ শতাংশ নম্বর দেওয়া হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে। তাঁর আগের সমস্ত সেমিস্টারের (প্রথম থেকে পঞ্চম) পরীক্ষার্থীদের নম্বরের কোনও মূল্যায়ন হবে না। কোনও পরীক্ষা না দিয়েই তারা পরের সেমিস্টারে পড়ার সুযোগ পাবেন।

একইভাবে পরীক্ষার্থীদের ক্ষেত্রেও শেষ সেমিস্টারের নম্বরের ৮০ শতাংশ দেওয়া হবে আগের ৩ সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারে পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশ একই ভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ভাড়া বৃদ্ধির দাবীতে বাসের পর এবার হুমকি ট্যাক্সির!

তবে কোনও পড়ুয়া যদি নিজের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁর পরীক্ষা নেওয়া হবে।

তবে তার আগেই অন্য বছরের মতো ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব ফলাফল প্রকাশ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here