প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের পড়ুয়াদের পাঠ্য পুস্তকে ঢুকে পড়ল করোনা ভাইরাস

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া সিঙ্গুর আন্দোলনের পর এবার রাজ্যের পড়ুয়াদের সিলেবাসের ঢুকে পড়ল নভেল করোনা ভাইরাসও।

student | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের পাঠ্যপুস্তকে পড়ানো হবে নভেল করোনা ভাইরাস সম্পর্কে। নভেল করোনা ভাইরাস সম্পর্কে সবিস্তার পাঠ্য পুস্তকের মধ্যে বিবরণ দেওয়া থাকবে। পাশাপাশি এই ভাইরাসের হাত থেকে কিভাবে মানুষ নিজেদের রক্ষা করবে তার সমস্ত বিধি ও সচেতনতা অবলম্বন জানানো হবে ছাত্র-ছাত্রীদের।

সম্প্রতি করোনার সংক্রমণ প্রভাব পড়েছে সাধারণ ছাত্রছাত্রীদের জীবনে। মাঝপথেই বাতিল করতে হয়েছে উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষা। বাড়ির বড়দের কাছে করোনাভাইরাস সম্যক ধারণা থাকলেও ছোটরা এখনও সম্পূর্ণ অবগত নয় এই ভাইরাস সম্পর্কে। তাই পড়ুয়াদের পাঠ্য পুস্তকের মাধ্যমেই সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছে রাজ্য শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ বুধবার থেকে খুলছে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষাবিদদের একাংশের মতে, এই মারণ করনা ভাইরাসের সংক্রমণ কতদিন স্থায়ী হবে তা কারোর পক্ষে বলা সম্ভব নয়। তাই এখন থেকে মানুষকে ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। তাই রাজ্য শিক্ষা দফতরের এই উদ্যোগ যথেষ্ট যুক্তিযুক্ত পূর্ণ।

মাত্র ১০০ দিন আগে পর্যন্ত দেশ তথা রাজ্যবাসী জানত না করোনাভাইরাস সম্পর্কে। কিন্তু সময় যত গড়িয়েছে একের পর এক রাজ্যে থাবা বসিয়েছে করোনাভাইরাস।

এ পর্যন্ত বহু মানুষ আক্রান্ত হয়েছেন, মহামারী ভাইরাসের কবলে পড়ে মৃত্যু বরণ করতে হয়েছে অনেককে। যত দিন গড়াচ্ছে সংখ্যা ততই বাড়চ্ছে। যার ফলে সাধারণ মানুষ ইতিমধ্যেই জেনে গিয়েছে করোনাভাইরাসের ভয়ঙ্কর রূপ। তাই নতুন প্রজন্মকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here