শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এরাজ্যে শিক্ষক নিয়োগ যেন প্রহসন হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষায় পাশ করেও কখনও মামলার জটে আটকে থাকছে নিয়োগ প্রক্রিয়া, আবার কখনো মুখ্যমন্ত্রী প্রাথমিক নিয়োগ ঘোষণা করার পরেও ফের মামলার জট নিয়োগ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এই নিয়ে মঙ্গলবার রাতভর চলছিল চাকরিপ্রার্থীদের অবস্থান। যা নিয়ে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে স্কুল শিক্ষা দপ্তর। এবার এসএসসির চাকরিপ্রার্থীদের অবস্থান নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দেরি নিয়ে কার্যত আদালতের ওপর দোষ চাপিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, আদালত রায় দিলেই ১০ দিনে নিয়োগ শেষ করে দেবে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ স্থায়ীকরণের দাবিতে গড়বেতায় বিক্ষোভ স্বেচ্ছা সেবকদের
রাজ্যের তরফে বিন্দুমাত্র সময় নষ্ট করা হবে না। নিয়োগ প্রক্রিয়া তো আমাদের হাতে নেই এটা আদালতের হাতেই রয়েছে।গত বছর পুজোর আগে ১৪ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুনঃ দলেই থাকছেন শুভেন্দু, হলদিয়া জুড়ে উচ্ছ্বাস অনুগামীদের
কিন্তু তারপর মেধাতালিকায় অস্বচ্ছতা এবং গরমিলের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীদের একাংশ। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই কারণে আটকে যায় নিয়োগ প্রক্রিয়া এবং পাশ করেও চাকরি না পেয়ে বসে থাকতে হয় চাকরিপ্রার্থীদের। প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আরো হতাশায় ভুগতে থাকেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ আলিপুরদুয়ারে
তার জেরেই মঙ্গলবার উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার ডাক দেওয়া হয়েছিল। যদিও চাকরিপ্রার্থীদের অভিযোগ, করুণাময়ী তে চাকরিপ্রার্থীদের জমায়েত শুরুর পর থেকেই পুলিশ তাদেরকে আটক করতে শুরু করে।
তার জেরে শেষমেষ মিছিল না হলেও মঙ্গলবার বেলা থেকেই স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর এর সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এসএসসির চাকরিপ্রার্থীরা। আর সেখানেই মঙ্গলবার রাতভর চলে চাকরিপ্রার্থীরা অবস্থান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584