শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সুপ্রিম কোর্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে। কিন্তু এখনই পরীক্ষা না নিয়ে পুজোর ঠিক আগে নতুন সূচি তৈরি করে পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষার দিন ঠিক করতে সেই নির্দেশ মতোই সোমবার কলেজ-বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আদালত জানিয়েছে, পরীক্ষার সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে ইউজিসির কাছে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট দিন ঠিক করে তার রাজ্যের তাকে জানাতে হবে ইউজিসিকে। তাই অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা আলোচনা করে এবং চূড়ান্ত দিনক্ষণ ঠিক করার উদ্দেশ্যেই এই বৈঠকের ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুনঃ পরিষেবা শুরু করতে প্রস্তুত মেট্রো, সংক্রমণ এড়াতে শুধুমাত্র স্মার্টকার্ডেই প্রবেশে ছাড়
প্রসঙ্গত, অফলাইন বা অনলাইন পরীক্ষার বিষয়টি নির্দেশিকাতেই উল্লেখ করেছিল ইউজিসি।ইউজিসির এই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপা। সংগঠনের তরফে অধ্যাপক কৃষ্ণকলি বসু জানিয়েছেন, ‘ বিদেশে করোনা পরিস্থিতিতে ‘ওপেন বুক এক্সাম’ নেওয়া হচ্ছে। ইউজিসি’র কাছে আমাদের রাজ্য একই প্রস্তাব পাঠাতে পারে। তবে সমস্ত কিছু আলোচনা সাপেক্ষে ঠিক হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584