শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনাতে সুস্থতার হার বেড়ে গেলেও এখনও স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না স্কুল শিক্ষা দফতর। প্রাথমিকভাবে রাজ্য প্রশাসনও ভেবেছিল, সব ঠিক থাকলে ৫ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে স্কুল। সেক্ষেত্রে সিলেবাস কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে।
কিন্তু সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া যায় নাকি সেই বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা বলে সূত্রের খবর। কারণ, অর্ধেক শিক্ষায় উলটে ক্ষতি হবে পড়ুয়াদেরই।
এখনও পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের চার মাস সময় নষ্ট হয়েছে। সাধারণ ভাবে মোট সিলেবাসের ৩০-৪০ শতাংশ এই সময়ে সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এ বছর পরিস্থিতির চাপে অনলাইন ক্লাসে পড়াশুনো কিছুটা এগোলেও করোনা সংক্রমণ কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। আর এদিকে করোনার কারণে পরীক্ষা পদ্ধতি পিছিয়ে যাওয়ায় ক্ষতি হচ্ছে পড়ুয়াদের।
আরও পড়ুনঃ কবিগুরুকে বহিরাগত তকমা উপাচার্যের, প্রতিবাদে ‘ঐক্য বাংলা’
তাই সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আদপে লাভবান হবে রাজ্যের ছাত্র-ছাত্রীরাই, এমনটাই মত আধিকারিকদের। গত মাসেই সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছিলেন দশম, দ্বাদশ শ্রেণীতে বোর্ড পরীক্ষার দিকে মাথায় রেখে সিলেবাস কমানো যায় নাকি সেই বিষয়ে আলাপ-আলোচনা চালানো হবে।
আরও পড়ুনঃ আমফান ক্ষতিপূরণ বন্টন নিয়ে রাজ্যকে ভৎর্সনা হাইকোর্টের
কিন্তু যেভাবে স্কুল বন্ধের সময়সীমা বাড়ছে সে ক্ষেত্রে সিলেবাস কমিয়ে খুব একটা লাভবান হবে না বলেই মনে করছে দপ্তরের আধিকারিকরা। কেননা সিলেবাস কমিয়ে দিলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে রাজ্যের ছাত্রছাত্রীদেরই। বিশেষত দশম,দ্বাদশ শ্রেণির সিলেবাস কমলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
তবে এক্ষেত্রে রাজ্যের শিক্ষাবিদদের মতামত নিয়েই এগোবে রাজ্য স্কুল শিক্ষা দফতর বলে সূত্রের খবর। কারণ শুধু রাজ্যে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আর অন্যান্য বোর্ড তা না পিছোলে সে ক্ষেত্রে গোটা দেশের তুলনায় রাজ্যের ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়বে। আবার এর মধ্যে জাতীয় শিক্ষা নীতি প্রয়োগের চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তাই সমস্ত রকম আলাপ আলোচনা করেই এ ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584