উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আজ সকালে ভারত বন্ধে ধর্মতলায় পুড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল ৷ মঙ্গলবার কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব পশ্চিমবঙ্গে। যাদবপুর, ধর্মতলা ,হাওড়া থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে বন্ধের প্রভাব চোখে পড়েছে । যাদবপুরে রেল অবরোধ করেন বন্ধ সমর্থকরা ।
রেল অবরোধ হয় কাঁচড়াপাড়া , বালুরঘাট , হাওড়া , উলুবেড়িয়া-সহ একাধিক জায়গায় । বাম সংগঠনের প্রতিনিধিরা সকাল থেকেই রাস্তায় নেমে পতাকা হাতে অবরোধ করেন । যদিও সারা ভারত কৃষক সংগঠনের পক্ষে আজ বেলা এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত এই বন্ধের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ফালাকাটায় জোড়া বন্ধে স্তব্ধ জনজীবন
অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযানে গতকাল মৃত্যু হয় উলেন রায় নামে বিজেপি এক কর্মীর ৷ ওই বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ উত্তরবঙ্গ ব্যাপী ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি ।অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা উত্তর বঙ্গ জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584