পথের শেষ-শুরুর খবরাখবর

0
365

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রাত ১০ টার স্লটে আসছে ‘এই পথ যদি না শেষ হয়’। এই স্লটে কিছুদিন হল চলছিল ‘আলো ছায়া’৷ এবার ১২ এপ্রিল থেকে আসছে এই নতুন ধারাবাহিক। সেখানে এক ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে অন্বেষা হাজরাকে৷ এর আগে তাঁকে দেখা গিয়েছে ‘কাজললতা’ এবং ‘চুনি পান্না’, ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে।

ei path jodi na sesh hoi | newsfront.co

সবকটিতেই সাহসী, ডাকাবুকো, বাবলি ক্যারেক্টারে দর্শকের মন মজিয়েছেন তিনি। এবারও তেমনই এক চরিত্র। মেয়েরা আকাশে প্লেন ওড়াতে পারলে ট্যাক্সি চালাতে পারবে না কেন? এই যুক্তিতে অটল সেই মেয়ে। সে বড়লোক বাড়িরই মেয়ে।

pandab goenda | newsfront.co
পাণ্ডব গোয়েন্দা

কিন্তু নিজের কেরিয়ার এবং জীবনটাকে একটু অন্যভাবে গুছিয়ে নিয়ে দেখতে চায় সে। তাই সে ট্যাক্সি ড্রাইভার। অন্বেষার বিপরীতে দেখা যাবে ঋত্বিক মুখার্জিকে৷ প্রোমোতে অলকানন্দা রায়, ময়না ব্যানার্জি সহ আরও কয়েজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ এই ধারাবাহিকের পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার। ‘দ্য ক্রেজি আইডিয়াজ মিডিয়া’-র ব্যানারে আসছে এই ধারাবাহিক।

radhika | newsfront.co
নতুন লুকে রাধিকা
ki kore bolbo tomay | newsfront.co
কী করে বলব তোমায়

আরও পড়ুনঃ অনিন্দ্যর হাতে হাত রেখে ফিরছে বেলা বোস

ওদিকে শোনা যাচ্ছে সোমবার অর্থাৎ ৫ এপ্রিল নাকি ‘পাণ্ডব গোয়েন্দা’র শেষ শুটিং৷ তবে কি ওই স্লটে আসতে চলেছে কোনও নতুন ধারাবাহিক? সময় দেবে তার উত্তর। তবে, পাণ্ডব গোয়েন্দা শেষ হতে চলেছে এই আভাস পেয়ে বিতর্কের ঝড় উঠেছে দর্শকমহলে। তারা সুবিচার চাইছে ‘পাণ্ডব গোয়েন্দা’র জন্য।

actress | newsfront.co
‘এই পথ যদি না শেষ হয়’-তে ঊর্মীর ভূমিকায় অন্বেষা

এই ধারাবাহিকের প্রোমো আসার পর বেশ বিতর্কের ঝড় ওঠে৷ পরে অবশ্য তা থিতিয়ে যায়। এরপর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বাবলু, বিলুরা। আর এই মুহুর্তে দেখানো হচ্ছে যে বিলুর মা নিখোঁজ। অনুমান করা হচ্ছে সাংবাদিক বৃষ্টিকে কেউ হত্যা করেছে। এই রহস্যের সমাধানেই এবার সোচ্চার হয়ে উঠবে পাণ্ডব গোয়েন্দা।

আরও পড়ুনঃ আইসোলেটেড আলিয়া ভাট

কিন্তু তারপর কি সত্যিই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক? চ্যানেল এখনও সেভাবে জানায়নি কিছুই। তবে, কিছু তো একটা ঘটতেই চলেছে এটা আন্দাজ করা যায়।ওদিকে কর্ণ-রাধিকার পথ বেঁকেছে দুদিকে। এই মুহূর্তে রাধিকার বসবাস দার্জিলিং-এ। পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার গোটা দুনিয়া। ওদিকে কর্ণ দার্জিলিংয়ের পথে।

বিশ্বস্ত সূত্রের খবর, এই ধারাবাহিকটি নাকি চলবে জুলাই অবধি। তবে কি চ্যানেল হ্যাপি এন্ডিং লিখতেই দার্জিলিং-এ নিয়ে গেল কর্ণিকাকে? পার করে দিল পাঁচটি বছর? সেই স্লটে কবে থেকে পথ চলা শুরু করবে কোনও নতুন ধারাবাহিক তার খবর পেতে তো দেখতেই হবে জি বাংলা। সঙ্গে রাখুন নিউজ ফ্রন্ট পেজটিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here