কান্দিতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হল ঈদ-উল-আযহা, খুশিতে বাচ্চারা

0
70

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হল ঈদুল আযহা। ঈদুল আযহা বা কোরবানির ঈদকে ত্যাগের উৎসব বলা হয়। কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মোত্সর্গ লাভ করা। পরিভাষায় কোরবানি হলো, জিলহজ মাসের ১০ তারিখ, এদিন সকাল থেকে নামাজের মধ্যে দিয়ে পালন করা হয়।

Eid Al Adha
নিজস্ব চিত্র

আজ বুধবার কান্দিতে কোভিড বিধি মেনে পালিত হল ঈদ উল আযহা বা কোরবানি। তবে গত বছরের মতো এবারও সামাজিক সুরক্ষা এবং পরিবেশ সুস্থতা বজায় রাখতে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে জানিয়েছেন অনুষ্ঠান পরিচালক কমিটি।

Kandi Mosque
নিজস্ব চিত্র

উল্লেখ্য গত বছর করোনা অতিমারীর পর থেকেই ঈদের নামাজে ঈদগাহে অতিরিক্ত ভিড় এড়াতে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদা করা হয়েছে। তার সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে মাংস বিশেষ করে গরুর মাংস নিয়ে ভিন্ন ধর্মালম্বী মানুষ যাতে কোনো রকম আঘাত না পায় তার জন্য প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুনঃ কোভিড বিধি মেনে কল্যাণীতে পালিত হল ঈদের নামাজ

Children
নিজস্ব চিত্র

তবে এইদিনে সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যেখানে বিভিন্ন ধর্মের মানুষকে সম্প্রীতির মেল বন্ধন দৃঢ় করতে আমন্ত্রণ করা হয় কিন্তু গত বছর থেকে অনেকটাই বিচ্ছিন্ন বলে মন খারাপ অনুষ্ঠান পরিচালকদের। ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা পাঠিয়েছেন একে অপরকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here