করোনার ভ্রূকুটি, রাষ্ট্রীয় শোকের মাঝেই সামাজিক দূরত্বে বাংলাদেশে উদযাপিত ইদ

0
41

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

যথাযথ মর্যাদা ও পরম্পরা অনুযায়ী মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ইদ-উজ-জোহা’র পালন হচ্ছে বাংলাদেশে। রাজধানী ঢাকাসহ সারাদেশে এলাকা ভেদে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ইদের নামাজ আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার খোলা ময়দানে নামাজ পাঠ হয়নি এবং মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

prayers | newsfront.co
রাষ্ট্রপতি বাসভবনের দরবার হলে ইদের নামাজ। নিজস্ব চিত্র

সৃষ্টিকর্তার অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর পরই ধর্মপ্রাণ মুসলমানরা নিজ সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেন। নামাজের পরে অনেকেই কবরস্থানে গিয়ে চিরনিদ্রায় শায়িত তাদের স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে আকুতি জানান।

আরও পড়ুনঃ ই-দর্শন আর মন্দিরে যাওয়া এক নয়ঃ সুপ্রিম কোর্ট

এদিকে, আগস্ট হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য শোকগাঁথা। এই মাসে জাতি হারিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্টেই সপরিবারে তাকে হত্যা করা হয়। তাই প্রতি বছর পুরো মাসজুড়েই থাকে শোকের আবহ। পালিত হয় নানা কর্মসূচী।

আজ শনিবার বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ১৩২ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে বাড়িতেই ইদের নামাজ পাঠ

শোকের মাস এবং করোনা পরিস্থিতি ইদের চিরাচরিত আনন্দকে ম্লান করে দিয়েছে। নিয়ম রক্ষায় যতটুকু করা দরকার, ততটুকুই করছে মানুষ। কিন্তু মনের প্রকৃত আনন্দ নেই বললেই চলে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ পৃথক বাণীতে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here