নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক কাশ্মীরে বিশেষ মর্যাদা অনুচ্ছেদ ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ সব মহলে। ভুল বার্তা বা হিংসা ছড়ানোর ঘটনাকে রুখতে দেশের অন্য প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে জম্মু-কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ । এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনুমতি নিতে হচ্ছে জাওয়ানদের কাছ থেকে।
সামনের সোমবার ঈদ । আসন্ন ইদ উপলক্ষে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বা ইদ উপলক্ষে নিরাপত্তা খুঁটিনাটি সংক্রান্ত কি সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসন প্রশ্ন গোটা দেশবাসীর।
আরও পড়ুনঃ কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রেখে ‘কাশ্মীর উইথ মোদি’ ট্রেন্ড হয় কি করে প্রশ্ন সেলিমের
আজ শুক্রবার জম্মু কাশ্মীরের রাজ্যপালের মুখ্য পরামর্শদাতা তথা প্রাক্তন সিআরপিএফ প্রধান বিজয় কুমার সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় ইদ উপলক্ষে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী রবিবার । তবে আজ শুক্রবার প্রার্থনার উদ্দেশ্যে নিরাপত্তা কিছুটা হালকা ছিল ।
চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে প্রয়োজনে সেনাবাহিনীর গাড়িতে করে রোগীদের ডাক্তারখানায় বা হাসপাতালে পাঠানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584