নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে রাজ্যে চলছে নানা বিধি নিষেধ। টানা ৪ মাস ধরে রাজ্য জুড়ে লকডাউন চলছে। তার প্রভাব পড়েছে উৎসব অনুষ্ঠানেও। ব্যতিক্রম নয় ইদের নামাজ পাঠ ও। তাই এবার মালদহের হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকাতে বাড়িতেই ইদের নামাজ পাঠ হল।
উল্লেখ্য মালদহ জেলা পরিষদের নারী শিশু উন্নয়ন ও ত্রাণ কর্মাধ্যক্ষা মর্জিনা খাতুন এর পরিবার হরিশ্চন্দ্রপুর থানার বাংরুয়া গ্রামে করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ইদগাহে নয় নিজের বাড়িতেই পরিবারের সকলে মিলে ইদ- উল -আযহা নামাজ পাঠ করলেন।
আরও পড়ুনঃ নাগরিক ক্ষোভ প্রশমনে ভালো কাজ করায় পুরস্কৃত পশ্চিমবঙ্গ সরকার
মর্জিনা খাতুন জানান, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তার স্বামী নামাজের ইমামতি করেন। সাথে পরিবারের সবাই নামাজ পাঠ করেন। তবে প্রত্যেক গ্রামে একটা জমায়েত হত, একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি হতো আলাদা।
নামাজ শেষে আলিঙ্গন করা ও আনন্দ উপভোগ করা হত কিন্তু বর্তমানে করোনার জন্য ছোট ছোট জমায়েত করে হরিশ্চন্দ্রপুর থানার প্রতিটা গ্রামের মানুষ পবিত্র ইদ- উল-আজহার নামাজ পাঠ করেছেন । অন্যদিকে এদিন মর্জিনা খাতুন সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584