নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানা এলাকার একজন রেল কর্মীর পরিবারকে কয়েক লক্ষ টাকা তোলা চেয়ে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ। ওই পরিবারের পক্ষ থেকে খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে খড়্গপুর টাউন থানার পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। সোমবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে খড়্গপুর টাউন থানার জয়হিন্দনগর এলাকা থেকে ৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে।পুলিশ তাদের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ গঙ্গসাগরে কপিল মুনির মন্দির চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড
তবে ওই রেল কর্মীর পরিবারের সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন। ধৃত আটজনকে মঙ্গলবার খড়্গপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃত ৮ জনের জামিনের আবেদন নাকচ করে তাদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
খড়্গপুর টাউন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ওই দুষ্কৃতীদের পুলিশ হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি ওই রেল কর্মীর পরিবারের সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584