মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন ৮ পঞ্চায়েত সদস্য। আজ মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই ৮ পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ।
বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, “লোকসভা নির্বাচনের পরে বিজেপি ওই এলাকায় সন্ত্রাস নামিয়ে এনেছিল। তখন ওই পঞ্চায়েত সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু বিজেপিতে গিয়ে বুঝতে পেরেছিল ওই দলটা কতটা ক্ষতিকারক। আর সেই কারণে এখন সকলে ফিরতে শুরু করেছেন। ওই পঞ্চায়েত সদস্যরাও ফিরলেন।”এ নিয়ে অবশ্য বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ কেশপুরে সিপিএম নেতার স্মরণ সভা
জানা গেছে, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ১৯। গত লোকসভা নির্বাচনের পর ৮ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন, বর্তমানে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে সকলেই তৃণমূলে ফিরে আসেন। এতে তাদের দলের সাংগঠনিক শক্তি মজবুত হবে বলে মনে করছেন তৃণমূলের নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584