শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মধ্য রাশিয়ার পারম বিশ্ববিদ্যালয়ে বন্দুক হানায় মৃত অন্তত ৮ ও আহত অনেকে । তদন্তকারীরা বলছেন দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই বছরে এটি দ্বিতীয় বন্দুক হানা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রই এমন নির্বিচারে গুলি চালিয়েছে বলেই জানা গিয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, রাশিয়ার তদন্তকারীরা বলছেন আহতের সংখ্যা অসংখ্য। এই বন্দুক হানায় সন্দেহভাজন হিসেবে যে ছাত্রকে পুলিশ আটক করেছে সে নিজেও পারম ইউনিভার্সিটির-ই পড়ুয়া। আটক করার সময় আহত হয় ছাত্রটি নিজেও আহত হয় বলেই প্রশাসন জানিয়েছে।
প্রথমে তদন্তকারীরা জানিয়েছিলেন, আহতের সংখ্যা ৬। পরে তাঁরা জানান, ক্রমশ বেড়েছে আহতের সংখ্যা। সরকারি সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একজন কালো জামাকাপড় পরিহিত লোক হেলমেট পরে হাতে বন্দুক নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তদন্তকারীরা নিজেরাও বুঝে উঠতে পারছেন না যে ক্যাম্পাসের কঠোর নিরাপত্তার মধ্যেও বন্দুক নিয়ে ছাত্রটি ঢুকলো কিভাবে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584