ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভারতীয় টিকাকে অনুমোদন না দিলে ইউরোপের টিকার গ্রহণযোগ্যতাও স্বীকার করবে না ভারত, এমন শর্তই জানিয়ে দেয় ভারত। কার্যত সেই চাপে পড়েই কোভিশিল্ডকে অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশ। তবে এখনো সিদ্ধান্ত হয়নি কোভ্যাক্সিন সম্পর্কে।

ভারত জানিয়েছিল ভারতীয় ভ্যাক্সিনকে অনুমোদন না দিলে বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের নিভৃতবাসে রাখা হবে, তাদের ভ্যাক্সিনের গ্রহণযোগ্যতাও স্বীকার করবে না ভারত। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
করোনা আবহে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াতের জন্য বৃহস্পতিবার থেকে গ্রিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন, তবে শর্ত রাখা হয়েছে যাত্রীদের ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ভ্যাক্সিন নেওয়ার প্রমাণপত্র থাকতে হবে। সেই অনুমোদিত টিকার তালিকায় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডকে রাখার দাবি জানিয়েছিল ভারত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় দুটি ভারতীয় টিকাকেই অনুমোদন দেয়নি ইউরোপীয় ইউনিয়ন।
আরও পড়ুনঃ শিশুদের শরীরে এখনই কোভোভ্যাক্সের ট্রায়াল নয়, জানাল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা
ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ তোলেন কোভ্যাক্সিন নিয়ে যেসমস্ত ছাত্রছাত্রী বিদেশে পড়তে যাচ্ছেন সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের, অনেক ক্ষেত্রে নিজস্ব খরচে হোটেলে নিভৃতবাসে থাকতে হচ্ছে। এরপরেই বিষয়টি নিয়ে ইউরোপীয় মেডিসিন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ভারত, অন্যদেশের টিকার গ্রহণযোগ্যতা অস্বীকারের হুঁশিয়ারি দেওয়া হয়। আর তাতেই কাজ হয়েছে বলে অনুমান। তবে কোভ্যাক্সিন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584