নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে শনিবার ছাড়া হল ৮ টি শকুন । এদিন রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে এক জোড়া হোয়াইট ব্যাকড প্রজাতির শকুনকে উপগ্ৰহ নিয়ন্ত্রিত ট্রান্সমিটার ট্যাগ পরিয়ে প্রকৃতিতে ছাড়া হল ৷
এছাড়া আরও ছয়টি হিমালয়ান গ্ৰিফন প্রজাতির শকুন ছাড়া হল বলে জানান প্রধান মুখ্য বনপাল রবীকান্ত সিনহা। এদিন রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে উপস্থিত ছিলেন, রাজ্যের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।
আরও পড়ুনঃ গোয়ালতোড় গড়বেতায় হাতি-হরিণের তান্ডবে আলু চাষিদের মাথায় হাত
উল্লেখ্য, গতবছর রাজাভাতখাওয়া থেকে পরীক্ষা মূলক ভাবেই ৬টি হিমালয়ান গ্ৰিফন প্রজাতির শকুন ছাড়া হয়েছিল। সেই ছয়টি শকুন ছাড়ায় সাফল্য পাওয়ার পর এবছর আবার আটটি শকুন ছাড়া হল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584