নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এক দিকে যখন মহিলারা দাবি করছে পুরুষের সমতুল্য,অন্যদিকে পুরুষের থেকে মহিলারা কিছু কমতি নয় তার দৃষ্টান্ত লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা টাউন এলাকায়।

আরও পড়ুনঃ নির্বিঘ্নেই শীতলখুচির বুথে পুননির্বাচন
চন্দ্রকোনা এক নম্বর ব্লক ও চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের মোট ভোটারের সংখ্যা ২৬৮০১৫ জন,সেখানে দুটি ব্লকের ১৮টি মহিলা পরিচালিত বুথ পরিচালন করেন মহিলারাই,যেখানে ৭২ জন মহিলা ভোটকর্মী নিয়োগ করা হয়।
চন্দ্রকোনা টাউনের কুয়াপুর,ঝাঁকড়া,গোসাই বাজার,সহ একাধিক জায়গায় মহিলা পরিচালিত বুথ লক্ষ্য করা যায়,টাউন এক নম্বর ব্লকের ব্লক নির্বাচন আধিকারিক শাশ্বত প্রকাশ লাহিড়ী জানান,যেহেতু মহিলা পরিচালিত ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে সেহেতু তাদের নিরাপত্তার স্বার্থে ২ জন করে রাজ্য মহিলা পুলিশ নিয়োগ করা হয়,এছাড়াও এই মহিলা পরিচালিত বুথ গুলোকে সাজিয়ে তোলার জন্য পানীয় জলের ব্যবস্থা,প্রতিবন্ধী ভোটারদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়,ব্লক নির্বাচন কমিশন শাশ্বত প্রকাশ লাহিড়ি আরও জানান প্রথমেই এই মহিলা পরিচালিত বুথে একটু বোঝাতে অসুবিধা হচ্ছিল,পরে সব ঠিকঠাক হয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584