নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সংশয় সত্যি হল। এদিনও কেন্দ্র সরকার এবং আন্দোলনরত কৃষকদের বৈঠকে মিলল না সমাধান সূত্র। আজ শুক্রবার কেন্দ্রকে পরিষ্কার জানিয়ে দিলেন কৃষক নেতারা, আইন বাতিল করলেই বাড়ি ফিরবেন তাঁরা। নাহলে দিল্লি সীমান্ত থেকে নড়বেন না তাঁরা। কেন্দ্রও নিজেদের অবস্থানে অনড়, নয়া কৃষি আইন বাতিল করার কোনও লক্ষণ দেখাচ্ছে না তারা। এই অবস্থায় ফের ১৫ জানুয়ারি বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতারা।
এদিনের বৈঠকের আগে সমাধান সূত্র বের হওয়ার আশায় ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কিন্তু আগের সবকটি বৈঠকের মতো এদিনও কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন কৃষক নেতারা। বৈঠকে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, সরকার ‘কানুন ওয়াপসি’ করলে তবেই তাঁরা ‘ঘরওয়াপসি’ করবেন।
A farmer leader shows a paper with 'We will either die or win' written on it, at the eighth round of talks with the Centre. (Earlier visual)
The next round of talks to be held on 15th January.#FarmLaws https://t.co/fo0Fi0Zt1c pic.twitter.com/OQuC9btJF4
— ANI (@ANI) January 8, 2021
এই বৈঠকের আগে কেন্দ্রের উপর আইন বাতিল নিয়ে চাপ বাড়াতে বৃহস্পতিবার দিল্লির রাস্তায় ট্র্যাক্টর র্যােলিও করেছেন কৃষকরা। কেন্দ্রের উদ্দেশে আন্দোলনরত কৃষকদের হুঁশিয়ারি, বৃহস্পতিবারের র্যাকলি ছিল মহড়া মাত্র। দাবি না মানলে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজধানীর রাজপথে তাঁরা ট্র্যাক্টর র্যা লি করবেন।
আরও পড়ুনঃ ১১জানুয়ারি মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক প্রধানমন্ত্রীর
গত বুধবারই কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডের বৈঠক হয়েছিল। সেখানে কৃষকদের চারটির মধ্যে দু’টি দাবি মেনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। মেনে নেওয়া হয়েছিল কৃষকদের বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও ফসলের অবশিষ্ঠাংশ পোড়া নিয়ে এয়ার কোয়ালিটি অর্ডিন্যান্সের কয়েকটি ধারা।
তবে, প্রতিবাদী কৃষকদের মূল দু’টি দাবি হচ্ছে নয়া তিন কৃষি আইন বাতিল ও ফসলের ন্যূনতম মূ্ল্যের আইনি স্বীকৃতির দাবি। এই দু’টি দাবি নিয়েই গত এক মাসেরও বেশি সময় কয়েক দফা আলোচনায় সরকার ও কৃষক সংগঠনগুলোর মধ্যে কোনও সমঝোতা হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584