নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ, রবিবার থেকে দেশজুড়ে অতিরিক্ত ৮০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সেই সূত্রে দক্ষিণ পূর্ব রেলও ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর হাওড়া-আমেদাবাদ, এবং হাওড়া-মুম্বই স্পেশাল সপ্তাহে তিনদিন চলবে।

এতদিন পর্যন্ত হাওড়া-আমেদাবাদ সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার চলত। ১৫ সেপ্টেম্বর থেকে এই স্পেশাল ট্রেন মঙ্গলবার, শুক্রবার ও রবিবার চলবে। পাশাপাশি হাওড়া-মুম্বই স্পেশাল ট্রেন চলবে সোমবার, বুধবার ও শনিবার। যা এতদিন কেবল বুধবার চলত।
আরও পড়ুনঃ বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা
রেল সূত্রে খবর, বুকিংয়ে ভাল সাড়া মিলছে। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আগের মতোই স্বাস্থ্যবিধি বজায় থাকছে। নতুন ট্রেনগুলির জন্যও কড়া স্বাস্থ্যবিধি মানতে হবে। বাতানুকুল কামরায় কম্বল, চাদর, পর্দা থাকবে না। থাকবে না রান্না করা খাবারও। জল, প্যাকেটজাত খাবার কিনতে হবে। স্টেশনে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগাম হাজির হতে হবে যাত্রীদের। অন্যদিকে, আজ রবিবার থেকে কলকায় মেট্রো এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584