নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রবল বর্ষণের জেরে অসমে বন্যা পরিস্থিতি। ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৭ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের ৩০ টি জেলার ৫৫ লক্ষ ৫৯ হাজার ৭৯৭ জন মানুষ। অসম বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আজ, বুধবার এই তথ্য পাওয়া গিয়েছে।

এদিকে, বুধবার প্রবল বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায়। উত্তর-পূর্ব ভারতের জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পূর্বাভাসের পরে দুশ্চিন্তা বেড়েছে অসম নিয়ে। সেখানে বন্যায় মৃত্যু হয়েছে ৮৭ জনের।
আরও পড়ুনঃ বানভাসী কাজিরাঙা, একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু
তার উপর এদিন সকালে সেন্ট্রাল ওয়াটার কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ব্রহ্মপুত্রের জল বাড়বে আরও ৩০ সেন্টিমিটার। এছাড়া ধানসিঁড়ি, জিয়া ভরেলি, কোপিলি, গৌরাং, বেকি, কুশিয়ারা এবং সংকোশ নদীর জলও বিপদসীমার ওপর দিয়ে বইছে।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পরিবারের ভেতরেইঃ গবেষণা
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, “একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে বন্যা। দু’টি চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হচ্ছে অসমকে। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বহু মানুষ ও গবাদি পশুকে বন্যাদুর্গত এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584