নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নিজেই লিখলেন নিজের শোকপ্রস্তাব! লিখলেন, “আমার পার্টি শেষ! আশা করব, যাঁদের ছেড়ে যাচ্ছি তাঁদের কারও মন ভারাক্রান্ত থাকবে না। সবার সময় শেষ হয়ে আসছে। ভাল থাকুন, জীবনকে উপভোগ করুন আর পার্টি চালিয়ে যান।” মৃত্যুর আগে ঠিক এইভাবে নিজেই নিজের শোকপ্রস্তাব খবরের কাগজে ছাপালেন এক বৃদ্ধ।
জন লেননকে উদ্ধৃত করে চেন্নাইয়ের বাসিন্দা এজ্জিকে উমামহেশের সেই শোকপ্রস্তাব এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই শোকপ্রস্তাব নজরে পড়তেই চোখে জল নেটিজেনদের।জন লেননের বক্তব্য উদ্ধৃত করে উমামহেশ শোকবার্তায় লিখে যান, “আপনি অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকাকালীন আপনার সঙ্গে যা ঘটে সেটাই হল জীবন।” সংবাদপত্রের পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি হৃদয়বিদারক পোস্ট করেছিলেন উমামহেশ।
Obituary ho to Mr Ejji jaise ho !! Warna na ho ! Life well lived ! Fly free Mr Ejji Umamahesh pic.twitter.com/xmDVpqTCJF
— MJ Augustine Vinod 🇮🇳 (@MjaVinod) October 17, 2020
সেখানে তিনি লিখেছিলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার পুরনো গাড়ি এবার তুলে রাখার সময় হয়েছে। ভারতের সেরা মেকানিকদের পরিশ্রম সত্ত্বেও সেই গাড়িকে বাঁচিয়ে রাখা গেল না। ইঞ্জিনের গ্যাস্কেট ফেটে গিয়েছে, পিস্টন শেষ, আর গাড়ির পুরনো যন্ত্রাংশও ভেঙে গিয়েছে। সৌভাগ্যবশত কিছু পার্টস ভাল রয়েছে, সেগুলি আরও একজন পুরনো গাড়ির মালিককে দান করে যাচ্ছি”।
গত ১৬ অক্টোবর মারা যান ৭২ বছরের উমামহেশ। হার্ট সার্জারি জনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়। মোটর ব়্যালি ড্রাইভার ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ডেপুটি সেক্রেটারি হিসাবেও কাজ করেছিলেন। চেন্নাইয়ের বাসিন্দা উমামহেশের জন্মদিন ছিল ১৭ অক্টোবর। কিন্তু তার আগেই নিজের পরিবারকে তিনি বলে যান, তাঁর মৃত্যুর পর যেন সেই শোকপ্রস্তাব সংবাদপত্রে প্রকাশ করা হয়।
আরও পড়ুনঃ প্রতিবাদ করে জুটলো ‘পাকিস্তানি’ তকমা! অপমানে পদত্যাগ বিজেপি সাধারণ সম্পাদকের
মৃত্যুর আগে নিজের অঙ্গ ও দেহ দান করে যান তিনি। তাঁর দেহ যাতে গবেষণার কাজে ব্যবহার করা হয়, সেই ইচ্ছাও প্রকাশ করেছিলেন: উমামহেশ। নিজেকে সবসময় পুরনো গাড়ির সঙ্গে তুলনা করতেন। যতদিন বেঁচে ছিলেন, জীবনকে ভরপুর ভাবে উপভোগ করেছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584