নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ডাঃ কাফিল খানের মায়ের আবেদন করা হেবিয়াস কর্পাস অর্থাৎ বন্দি প্রর্দশনের আবেদনের শুনানি স্থগিত করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বেআইনি উপায়ে ২৭ অগাস্ট ২০২০ থেকে তাঁকে আটক রাখা হয়েছে, এর বিরুদ্ধেই আবেদন করেছিলেন ডাঃ খানের মা।
প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি সৌমিত্র দয়াল সিং এই মামলার শুনানি স্থগিত করে দেন এবং এই মামলার রয়েছে এনআইএ’র হাতে এবং ডাঃ খানের আটক থাকার মেয়াদ তারাই বাড়িয়েছে অতএব শুনানি আপাতত স্থগিত থাকাই বাঞ্চনীয়।
আরও পড়ুনঃ আরও ৩ মাস বাড়ল ডাঃ কাফিল খানের আটকের মেয়াদ
যদিও মামলাটি তালিকাভুক্তির সময় আদালত সিদ্ধান্ত নিয়েছিল আজই শুনানি শেষ করার কিন্তু অতিরিক্ত এডভোকেট জেনারেল শ্রী মনীশ গোয়েল আবেদনকারীকে আরেকটি হলফনামা পেশ করার অনুরোধ করলে আদালত সিদ্ধান্ত নেয় শুনানি মুলতুবি করে দেওয়ার।
আরও পড়ুনঃ অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, অনুমতি দিলেননা অ্যাটর্নি জেনারেল
ডাঃ কাফিল খানের মা, শ্রীমতী নুজাত পারভীন হেবিয়াস করপাস আবেদন প্রথমে করেন সুপ্রিম কোর্টের কাছে। প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বি আর গভাই সিদ্ধান্ত নেন এই মামলার শুনানি এলাহাবাদ হাইকোর্টে হওয়াই প্রশস্ত এবং তাঁদের পর্যবেক্ষণ-সহ মামলাটি পাঠানো হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584