নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘জয় শ্রী রাম’ ও ‘মোদী জিন্দাবাদ’ -এই স্লোগান দুটি বলতেই হবে। তা নাহলে জুটবে ‘বেধড়ক’ মার! হ্যাঁ, এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের শিকর জেলা।
শুক্রবার জেলার এক গরিব অটো চালককে নির্যাতনের দায়ে গ্রেপ্তার দুই। জানা গিয়েছে, গফ্ফর আহমেদ নামে ৫২ বছর বয়সী ওই অটো চালককে ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ এবং ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা হয়।
অটো চালক এই স্লোগান না বলায় তাঁর ওপর চলে বেধড়ক মারধর এবং দাড়ি উপড়ে নেওয়ার মতো ঘটনা। এমনকী, নিগৃহীতের টাকার ব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সময় পাশের একটি গ্রামে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন আহমেদ। তখনই তাঁর পথ আটকায় দুই ব্যক্তি।
আরও পড়ুনঃ অযোধ্যায় মসজিদের পাশে নয়া প্রকল্পের শিলান্যাসে আমন্ত্রণ যোগীকে
এরপর আহমেদের কাছে তামাক চায় তারা। কিন্তু ওই অটোচালক জানান, তাঁর কাছে তামাক নেই। এরপরই ওই দুই ব্যক্তি আহমেদকে জোর করে ‘জয় শ্রীরাম’ এবং ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান দিতে বলে। আহমেদ তাতে অস্বীকার করতেই বেরিয়ে আসে দু’জনের আসল রূপ। অভিযোগ, একজন সরাসরি আহমেদকে চড় মেরে বসে। এরপরই বিপদ বুঝে সেখান থেকে পালায় আহমেদ।
কিন্তু দু’জনেই নিজেদের গাড়িতে আহমেদকে ধাওয়া করে। তারা আহমেদের গাড়ি অনুসরণ করে জগমালপুরার কাছে তাঁকে আটকায়। এরপরই অটো থেকে ৫২ বছরের ওই প্রৌঢ়কে নামিয়ে লাঠিপেটা করতে থাকে ওই দু’জন। মারের চোটে আহমেদের দাঁত ভেঙে যায়। চোখেও চোট পান। সেসময় ওই অটোচালক দু’জনের হাতে-পায়ে ধরেও রেহাই পাননি। মারধরের পর তাঁকে পাকিস্তানে পাঠানোর কথাও বলা হয় বলে অভিযোগ করেন আহমেদ।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণের চেষ্টা
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিত অটো চালক গফ্ফর আহমেদ কাছওয়া’র এফআইআরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মারধরের পাশাপাশি তাঁর থেকে নগদ ৭০০ টাকা ও হাতঘড়ি অভিযুক্তরা লুঠ করেছে বলেও অভিযোগ করেছেন গফ্ফর আহমেদ কাছওয়া। মারধরের জেরে তাঁর দাঁত ভেঙেছে, চোখ ফুলেছে বলে দাবি করেছেন তিনি। তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584