রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে প্রচার শুরু হয়ে গেছে পুরোদমে।রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন বহরমপুর লোকসভা কেন্দ্র।এই কেন্দ্র থেকে চার বারের নির্বাচিত সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার আসন ধরে রাখতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহল থেকে চায়ের দোকান সর্বত্র তুমুল জল্পনা।

অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে রাজ্যের শাসক তৃণমূলের প্রার্থী এককালে অধীরের স্নেহধন্য অপূর্ব সরকার।যিনি সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদেন।অপরদিকে বিজেপির নতুন মুখ কৃষ্ণ জোয়ারদার আর্য।ফলে টানটান উত্তেজনা।প্রচার তুঙ্গে তুলতে চলছে প্রতিযোগিতা।

প্রায় প্রতিদিনই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বুথ ভিত্তিক কর্মীসভা করছেন অধীর রঞ্জন চৌধুরী।আজ বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দিতে,যে বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার সেখানে প্রথমে কর্মীসভা করেন তারপর পদযাত্রা করে শহরের কিছুটা অংশ।আজ এই কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় দেড়শ জন কংগ্রেসে যোগদান করলেন।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে দলীয় সভায় বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক

আজ বক্তৃতার মধ্য দিয়ে মঞ্চ থেকে বিভিন্ন প্রকার অভিযোগ আনলেন শাসকদলের বিরুদ্ধে। তিনি জানান পুলিশ,অস্ত্র ও অর্থ সব কিছু ব্যবহারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তাকে হারানোর চেষ্টায় আছেন এমনকি প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে ফেলেছেন অধীর চৌধুরীকে হারানোর জন্য।


‘উৎপাতের ধন চিৎপাতে যাবে’ এমনি বলেন অধীর রঞ্জন চৌধুরী।অধীরের মতে বিভিন্ন মানুষের কাছে গিয়ে উনি গিয়েছেন এবং কেবল ক্ষোভের রূপ দেখেছেন শাসকদলের বিরুদ্ধে। মুর্শিদাবাদে লুটের রাজ ছাড়া আর কিছু চলছে না। এছাড়াও উনি তৃণমূলের কর্মীদের চাইনিজ বকরি রূপে আখ্যা দিয়েছেন।
কুরবানীর সময় বেলডাঙার হাটে যেমন চিত্র দেখা যায় তৃণমূল কংগ্রেসে সেইরকমই বকরি কেনাবেচা চলছে।
অপরদিকে অধীরগড় হিসাবে পরিচিত বহরমপুর শহরে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নামেন অপূর্ব সরকার,আজ অষ্টম দিনে তাঁর প্রচার কার্যের।
প্রথম দিনেই তিনি জানিয়েছিলেন যে, তিনি যথেষ্ট আশাবাদী, মানুষ তার পাশে আছে।একইভাবে আজ জানালেন পদযাত্রা করে প্রচার করা কালীন যে মানুষ ওনার পাশে আছেন এবং উনি যথেষ্ট আশাবাদী মানুষের আশীর্বাদে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে উনি জয় লাভ করবেন।
গতকাল বিকেলে দিল্লি থেকে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হয়।বহু জল্পনার পর শেষ পর্যন্ত বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন এক নতুন মুখ মহারাজ কৃষ্ণ জোরদার আর্য্য।আজ বহরমপুরে ফিরে উনি দলীয় কার্যালয়ে উপস্থিত হন এবং ওখানে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়।দলীয় কার্যালয় থেকে উনি কিছুটা পথ কর্মীদের সঙ্গে পায়ে পা মেলান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584