পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ।এই বারো মাসে তেরো পার্বণে ইতিমধ্যেই দরজায় কড়া নেড়েছে লোকসভা ভোট।
কার মাথায় এবারে জয়ের মুকুট উঠবে এই নিয়েই রাত দিন চিন্তায় রয়েছেন রাজনৈতিক নেতা থেকে সাধারন মানুষ সকলেই। এই ভোট উৎসবের ছোঁয়ায় চৈত্রের শেষ সপ্তাহে চৈত্র সেলের বাজার গুলো ইতিমধ্যেই জমজমাট। ভোট বলে কথা তাই নিজেকে নিজেদের পছন্দের রং এ রাঙাতে চৈত্র সেলের বাজারে এসে হাজির হচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা।কেউ বা সবুজ কেউ বা লাল কেউ বা গেরুয়া রং এর পোশাকে নিজেদের সাজিয়ে তুলছেন।ভোটের উত্তাপে বেশ কয়েক দিন ধরেই জল ঢেলে দিচ্ছে বৃষ্ঠি।কারনে অকারণে হঠাৎই ভোটের প্রচারে এসে বৃষ্ঠির কবলে পড়তে হচ্ছে নেতা নেত্রীদের।
তবে তার জেরে প্রচার,রাজনৈতিক কর্মসূচি— কোনও কিছুই থেমে থাকছে না।রাস্তায় ছাতা হাতেই নেমে প্রচার চালাচ্ছেন নেতা কর্মীরা। রোজ রোজ প্রচারের জন্য প্রার্থী বা নেতা–কর্মীদের জরুরি প্রয়োজনীয় পোশাক। রাজনৈতিক দলের নেতা–কর্মীদের বরাবরের পছন্দ পাতলা সুতি বা খাদির পাঞ্জাবি। তাই এই চৈত্র সেলের বাজারে ভোটের কথা মাথায় রেখে এক কালারের হরেক রঙের পাঞ্জাবি, টি শার্ট ও মহিলাদের জন্য এক কালারের শাড়ি র পসরা সাজিয়ে বসে পরেছেন ব্যবসায়ীরাও।হরেক রকমের জিনিস, আর দামেও হরেক রকমের ছাড়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ বাজার, লাইন্স মার্কেট এ ইতিমধ্যেই চৈত্র র শেষ সপ্তাহে উঠে পরছে কেনা কাটার ধুম। ব্যবসায়ী উজ্জ্বল সাহা, রাধিকা সাহা, গৌরাঙ্গ পাল জানান প্রতিবার পয়লা বৈশাখের আগে আগে বহু মানুষ দোকানে ভিড় জমাতেন। এখন অনলাইনের এর যুগে যদিও আগের মত মানুষের খুব ভিড় হয়না তার মধ্যেই লোকসভা ভোট চারিদিকে ব্যস্ত সকলে।প্রথম দিকে মনে হচ্ছিল ভোটের কারণে তেমন জমবে না চৈত্র সেল।
দুশ্চিন্তায় ছিলেন বিক্রেতারা।তবে তাঁদের আশ্বস্ত করে বাজারে এসেছেন ক্রেতারা।কেনাকাটিতেও তাঁরা জমিয়ে তুলেছেন বাজার।ফলে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।এখনও দিন দশেক দেরি পয়লা বৈশাখের। ফলে আরও কয়েকদিন বসবে চৈত্র সেলের বাজার। জড়ো হবেন আরও অনেক ক্রেতা। বেশি বিক্রি হলে আরও একটু লাভের মুখ দেখবেন দোকানিরা।
আরও পড়ুনঃ ছুটির দিনে বাজারে ভোটের প্রচারে বিজেপি প্রার্থী
তাই সকাল থেকেই পসরা সাজিয়ে বসে যাচ্ছেন তাঁরা। ফলে বেলা বাড়লেই ভিড় জমছে বাজারে।তবে ভোট উৎসব হোক কিংবা পয়লা বৈশাখ চৈত্র সেল ছাড়া বোধহয় বাঙালির বর্ষবরণের প্রস্তুতি অসম্পূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584