নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের শিশুবাড়িতে চায়ের আসরে নির্বাচনী প্রচার করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন শিশুবাড়ি আরএসপি অফিসের পাশে বিজেপির পক্ষ থেকে একটি চা চক্রের আয়োজন করা হয়।
সেই চায়ের আসরে কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন বিজেপি নেতা সায়ন্তন বসু। তবে এদিন শিশুবাড়িতে সাপ্তাহিক হাট থাকায় লোক সমাগম ভালই হয়েছিল। উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সায়ন্তন বাবু তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “ঘর, রাস্তা,ত্রিপল গোরু,বালি পাথর এমন কি করোনা ভ্যাকসিনও চুরি করেছে তৃণমূল কংগ্রেস।” তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম পালটে হয়েছে বাংলা সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তীত হয়ে করা হয়েছে বাংলা আবাস যোজনা।
আরও পড়ুনঃ প্রার্থী বদলের সম্ভাবনাকে ফুৎকারে ওড়ালেন দিলীপ
তিনি আলিপুরদুয়ারের বিধায়কের সাথে মাদারিহাটের বিধায়কের তুলনা করেন। তিনি বলেন, মাদারিহাট বিধানসভার বিধায়কের কোন দূর্নীতি নেই। এবার বাংলায় পরিবর্তনের ঢেউ বইছে। বিজেপি ২০০র বেশি আসন পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584