মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণেই মার্চে নির্ধারিত থাকা রাজ্যসভার ভোটগ্রহণ পিছিয়ে যায়। লকডাউনের বিধিনিয়ম কিছুটা শিথিল করায় রাজ্যসভায় ভোটগ্রহণের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ হবে ১৯ জুন, সোমবার জানাল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে, ১৭টি রাজ্যে ৫৫টি শূন্য আসনে ভোটগ্রহণের ঘোষণা করে নির্বাচন কমিশন। মার্চে রিটার্নিং অফিসার জানান, ১০টি রাজ্যের ৩৭ আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী। সোমবার নির্বাচন কমিশন জানায়, সমস্ত দিক বিবেচনা করে ১৮টি আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিধানসভার আগে নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, পদ ঘিরে উঠছে প্রশ্ন
যে ১৮টি আসনে ভোটগ্রহণ হবে সেগুলি হল- গুজরাট ও অন্ধ্রপ্রদেশের চারটি করে আসন, রাজস্থান ও মধ্যপ্রদেশের চারটি করে আসন, ঝাড়খণ্ডের চারটি আসন, মেঘায়লয় ও মণিপুরের একটি করে আসন। এই আসনগুলিতে ১৯জুন রাজ্যসভার ভোট নির্বাচন হবে বলে জানায় নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ খুলে যাচ্ছে মোটর ভেহিকলস দফতর, করানো যাবে লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন
তবে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যে নিয়মগুলি জারি করেছে সরকার। সেই নিয়ম মেনেই অর্থাৎ ভোটগ্রহণের সময় যাতে সকলের মুখে মাস্ক থাকে, ভোটগ্রহণকেন্দ্রে যাতে স্যানিটাইজিং-এর ব্যবস্থা থাকে এবং ভোটগ্রহণের সময় যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এও জানানো হয় যে, ১৯ জুন রাজ্যসভার ভোটগ্রহণের দিনই বিকাল ৫ টার পর গণনা হবে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584