শুভাঞ্জন বড়াল, ওয়েব ডেস্কঃ
নির্বাচন কমিশন রাজ্য সরকারকে অনুমতি দিয়েছে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়াতে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের লক্ষীর ভান্ডারের জন্য আবেদনকারী মহিলাদের কিছুটা অপেক্ষা করতে হবে।
গতবছর করোনার কারণে আর্থিক দুরবস্থার জন্য ক্লাবগুলোকে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবছরও একই পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন থেকে তাঁকে এই অনুদান দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ভোট শেষ হতেই শনিবার রাজ্যকে অনুমতি দেওয়া হয়েছে এই অনুদান দেওয়াতে।
পুজোকমিটি গুলিকে অনুদান দেওয়া হলেও ,লক্ষীর ভান্ডারের প্রথম ধাপের অর্থ পেতে কিছুটা অপেক্ষা করতে হবে বলে চারটি জেলাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোচবিহার, নদিয়া, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় উপনির্বাচন মিটে গেলেই ওই জেলাগুলির আবেদনকারীরা টাকা পাবেন।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ৩৮ জোড়া ট্রেন বাতিল, মাথায় হাত পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের
নির্বাচন শেষ হলেই রাজ্য সরকার এই কাজে হাত দিতে পারবেন। তবে সেপ্টেম্বর ও অক্টোবরের টাকা অন্য জেলাগুলিতে জলদিই দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে আবেদন করে পুজোর সময় যেন উপনির্বাচনের প্রচার কর্মসূচি বন্ধ রাখে রাজনৈতিক দলগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584