বিহারে বিধানসভা নির্বাচন হবে ২৯ নভেম্বরের আগেই, জানাল কমিশন

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২৯ নভেম্বরের আগেই বিহারে বিধানসভা নির্বাচন হবে। শুক্রবার এমনটাই জানাল জাতীয় নির্বাচন কমিশন। এদিন বলা হয়, ২৯ নভেম্বর বিহারের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সেখানে ভোট হবে। কমিশন জানিয়েছে, ভোটের নির্ঘন্ট যথা সময়ে প্রকাশিত হবে।

বিহারের ভোটের সঙ্গেই দেশের বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপ-নির্বাচনগুলি হবে বলেও জানায় নির্বাচন কমিশন। একটি লোকসভা ও ৬৪ টি বিধানসভা আসনে এই উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেগুলি স্থগিত রাখা হয়েছিল। মধ্যপ্রদেশ, উত্তপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও অসমে এই উপ-নির্বাচন হবে।

election commission | newsfront.co
ফাইল চিত্র

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ ও জোটসঙ্গী বিজেপি ছাড়া বিহারের প্রায় সব বড় রাজনৈতিক দল বিধানসভা ভোট পিছোনোর দাবি তুলেছিল। যদিও সেই দাবি উড়িয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, বিহারের বিধানসভা নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই নেওয়া হবে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছিল কমিশন।

আরও পড়ুনঃ আগামীদিনে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বেঃ খড়গপুর আইআইটির গবেষক

নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়, বিহারের বিধানসভা ভোটের পাশাপাশি প্রায় একই সময়ে বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনগুলি হবে।

এর ফলে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য রশদ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এদিন এক সাক্ষাৎকারে বলেন, চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ২৯ নভেম্বরের মধ্যেই বিহারে ভোট করাতে হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে বিহারের মুখ্য নির্বাচনী অফিসারকে বাড়তি ভোটযন্ত্র ও ভিভিপ্যাট সরবরাহও করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here