শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামী ২৭ মার্চ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির ভোট। নির্বাচনমুখী রাজ্যগুলিতে ভোট শুরু হওয়ার ৭২ ঘন্টা আগে থেকে বাইক র্যালি ‘ব্যান’ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ভোটের দিন বা ভোটের ঠিক আগে আগে বাইক মূলত ব্যবহার করে দুষ্কৃতীরা। এদের দিয়েই ভোটারদের প্রভাবিত করার কাজ করানো হয়। এবারে এই রকম কোনো ঝুঁকি কমিশন নিতে চায়না কমিশন। তাই যেসব কেন্দ্রে যেদিন ভোট তার ৭২ ঘন্টা আগে থেকে সেখানে বন্ধ থাকবে বাইক র্যালি।
আরও পড়ুনঃ ১৫০টি মন্দিরে অ-হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা
এছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কঠোর ভাবে মানতে হবে কোভিড প্রটোকল। ভোটকর্মীদের সকলকে কোভিড টিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রতি দফায় গড়ে ১২,০০০ বুথে ভোটগ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584