নিউজফ্রন্ট ব্যুরোঃ –
বিদ্যালয় চলাকালীন নির্বাচন প্রক্রিয়ার আর প্রাথমিক শিক্ষকদের কাজে লাগানো যাবে না বলে আজ শুক্রবার রায় দিল কোলকাতা হাইকোর্ট। তবে স্কুল ছুটির দিন ও যে সময় পঠন-পাঠন হয়না সে সময় তাদের কাজে লাগানো যেতে পারে বলে মত দেয় হাইকোর্ট।
স্কুল চলাকালীন নির্বাচনের কাজে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের লাগানোর ফলে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন হাইকোর্ট। গত ২০ই আগস্ট নির্বাচন কমিশন শিক্ষকদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এক বিজ্ঞপ্তি জারি করে।তাতে স্কুল চলাকালীন ভোটার তালিকা সংশোধনের কথা বলা ছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে আপত্তি জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার কিছু শিক্ষক হাইকোর্টে আপিল করে।সেই আপিলের পরিপ্রেক্ষিতেই আজকের এই রায়। তাদের আইনজীবী ফিরদৌস সামিম জানান যে নির্বাচন কমিশনকে গত ২০ই আগস্টের বিজ্ঞপ্তি বাতিল করে নতুনভাবে বিজ্ঞপ্তি জারি করার আদেশ দেয় হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584