ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
লোকসভা ভোট আসন্ন।সারা দেশ জুড়ে তাই জোর তোড়জোড় শুরু হয়ে গেছে । স্বচ্ছ ভোট দানের জন্য ইভিএম ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে আনতে চলেছে নির্বাচন কমিশন।
কিন্তু জানেন কি ২০১৯’র লোকসভা নির্বাচনে তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হতে চলেছে । হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তেলেঙ্গানার এই নিজামাবাদে প্রার্থী সংখ্যা এত বিপুল পরিমাণ যে ইভিএম মেশিনে সম্পূর্ণ প্রার্থী তালিকা ধরানো যায়নি তাই ব্যালট পেপারই ভরসা।যদিও সম্পূর্ণ বিষয়টা এখনো আলোচনার মধ্যেই রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ শিলদায় পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম
সূত্রের খবর,আগামী ১১ই এপ্রিল তেলেঙ্গানায় লোকসভা নির্বাচন হতে চলেছে। তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনের জন্য মোট ৪৪৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন।
উল্লেখ্য,নিজামাবাদ ১৮৫ জন প্রার্থীর মধ্যে ১৭৭ জন কৃষক। বিশেষত কৃষকরা তাদের দাবিকে তুলে ধরার জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584