নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা সংক্রমণ ভয়ংকর আকার নিচ্ছে, শেষ দুদফার ভোট অন্তত এক দফায় সারা হোক- তৃণমূলের এই আবেদন ফের খারিজ করে দিয়ে কমিশন জানিয়েছে ভোট হবে পূর্ব নির্ধারিত নির্ঘন্ট মেনেই। কমিশন জানিয়েছে নির্বাচন অত্যন্ত জটিল প্রক্রিয়া, হঠাৎ করে তা পরিবর্তন করা সম্ভব হয়না। তাই এরাজ্যেও তা সম্ভব হচ্ছে না। তবে, করোনা বিধি মেনে ভোট করার জন্য সমস্তরকম ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন।
চতুর্থ দফার ভোটের পর থেকেই মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন বাকি চার দফা ভোট একসঙ্গে করার। তাহলে প্রচারও থাকবে না এড়ানো যাবে মানুষের জমায়েত। করোনা মোকাবিলায় যা সবচেয়ে জরুরি পদক্ষেপ। তখনও আবেদন মানেনি কমিশন, ইতিমধ্যে আরো বেড়েছে সংক্রমন। তৃণমূলের পক্ষ থেকে ফের আবেদন করা হয় শেষ দুদফা ভোট একসাথে করার, তাও খারিজ করে দিল কমিশন। উল্লেখ্য, আজ বাংলার দৈনিক সংক্রমণ ১০,০০০ ছাড়িয়েছে।
আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
কমিশন জানিয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুথের সংখ্যা ৩২% বাড়ানো হয়েছে আগেই। এরপরে প্রচারের সময় ৪৮ ঘন্টা থেকে কমিয়ে ৭২ ঘন্টা আগে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে,এমনকি সন্ধ্যে ৭ টা থেকে সকাল ১০ টা অবধি সময় প্রচার করা যাবে না সে নির্দেশও দেওয়া হয়েছে। তাছাড়া আইন অনুযায়ী মনোনয়নের দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত অন্তত ১৪ দিন সময় থাকতে হবে। কাজেই কোন ভাবেই শেষ দিনটি এগিয়ে আনা সম্ভব নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584