১৩জন ভোটকর্মীর বিরুদ্ধে এফআইআর, বাংলার ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের

0
283

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সহ মোট ১৩জন ভোটকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো নির্বাচন কমিশন।রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক এক্ট সহ তিনটি ধারায় দায়ের হয়েছে এফআইআর। বাংলায় নির্বাচনের ক্ষেত্রে এমন ঘটনা নজিরবিহীন।

ec | newsfront.co
ফাইল চিত্র

বুধবার উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রশিক্ষণ বেশ কয়েকটি পর্বে করা হয়েছে। যাঁরা সেই প্রশিক্ষণ পর্বে থাকতে পারেননি , তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়, কিন্তু সেখানেও বেশ কয়েকজন ভোটকর্মী হাজির হননি। তাঁদের যথাসময়ে নোটিশ পাঠানো হয়, তারও কোনো উত্তর দেননি তাঁরা।

ec notice | newsfront.co

এরপরে শোকজ করলেও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তাঁরা। তারপর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, কালিয়াগঞ্জ কলেজের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জেলার বিভিন্ন স্কুলের ১০জন শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুনঃ জামুড়িয়া’তে জয় শ্রীরাম ধ্বনি তুলে ঐশী ঘোষের ওপর হামলা

এদের সকলের বিরুদ্ধেই রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক এক্ট সহ আরো তিনটি ধারায় এফআইআর দায়ের হয়েছে।এইবারের ভোটে অশান্তির আশঙ্কা করে অনেকেই ভোটের ডিউটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।জানা গিয়েছে, এই ১৩ জন শিক্ষক ভোটের ডিউটি থেকে অব্যাহতি পেতে মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছিলেন পাশাপাশি নিয়মিত ক্লাসও করাচ্ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here