এক দফায় ভোট করার দাবি নাকচ কমিশনের, করোনা বিধি মেনেই চলবে প্রচার

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট পরিবর্তন করে এক দফায় ভোট করার দাবি নাকচ করলো কমিশন। ‘করোনা বিধি মেনে প্রচার’, সব রাজনৈতিক দলগুলির এই দাবি মানলো কমিশন। রাজ্যে করোনা সংক্রমন বাড়ছে হুহু করে, ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ ও হাইকোর্টের নির্দেশে শুক্রবার সর্বদল বৈঠক ডাকে কমিশন।

meeting | newsfront.co
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একদিনে করার, সে দাবি নাকচ করে দেয় কমিশন। একই সঙ্গে সব রাজনৈতিক দলই জানিয়েছিল প্রচার বন্ধ করা বা ভার্চুয়াল প্রচার সম্ভব নয়, তবে যথাযথভাবে কোভিড বিধি মেনে প্রচার চালাবে তারা, এই দাবি মেনে নিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ বন্ধ হতে চলেছে হাজারদুয়ারীর দরজা! কোভিড আবহে স্মৃতিসৌধ, মিউজিয়াম বন্ধের নির্দেশ কেন্দ্রের

ইতিমধ্যেই সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছে তারা কোন বড় জনসভা বা রোড শো করবে না। উল্টে তারা কমিশনে অভিযোগ জানিয়েছে যে, কোন রাজনৈতিক দলই কোভিড বিধি মানছে না। সিপিআইএম-এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন রবিন দেব ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারাও একই অভিযোগ করেন এবং কমিশনকে এব্যাপারে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনটি দফা ভোট একদিনে করা হলে সংক্রমণ কিছুটা হলেও কম হবে। তবে বিধি মেনে প্রচার চালানোতে তিনিও সহমত হয়েছেন।এদিনের বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত ও শিশির বাজোরিয়া।

আরও পড়ুনঃ দেশব্যাপী করোনার বাড়বাড়ন্তে দশম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা স্থগিত করল আইসিএসই

গেরুয়া শিবিরও কোভিড বিধি মেনেই বাকি তিন দফা প্রচার ও ভোটের পক্ষেই মত দেয়। ভোটের লাইনেও যাতে করোনা বিধি মানা হয় সেকথাও বলেন তাঁরা। তাঁদের বক্তব্য, যেহেতু প্রথম থেকেই সশরীরে উপস্থিত হয়ে প্রচার চলছে তাই হঠাৎ করে ভার্চুয়াল প্রচার সম্ভব নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here