নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নজরবন্দী নির্দেশের ২৪ঘণ্টার মধ্যেই ফের অনুব্রতকে নোটিশ পাঠাল কমিশন। আজ প্রায় তিন ঘন্টা ‘নিখোঁজ’ থাকার পর অনুব্রতর খোঁজ মেলে তারাপীঠ মন্দিরে, সেখানে পুজো দিচ্ছিলেন তিনি।কমিশন জানিয়েছিল, ২৭এপ্রিল বিকেল ৫টা থেকে ৩০ তারিখ সকাল ৭ টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি।
ভিডিওগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে তাঁর ওপর, এছাড়া তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।আজ সকালে গাড়ি নিয়ে বের হন বীরভূমের তৃনমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নির্দেশ অনুযায়ী, কমিশনের গাড়ি ও কেন্দ্রীয় বাহিনী তার পেছনে বের হয়।
আরও পড়ুনঃ ডব্লিউবিসিএস-সহ রাজ্য সরকারের একাধিক নিয়োগের পরীক্ষা স্থগিত করল পাবলিক সার্ভিস কমিশন
কিন্তু রাস্তায় অন্য গাড়ি এসে পড়লে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের গাড়ি আটকে যায়। তারপর থেকেই অনুব্রতর গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে তারাপীঠ মন্দিরে খোঁজ মেলে তার। ফের তাকে নজরবন্দি করে কমিশন এবং নোটিশও পাঠানো হয় কমিশনের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584