ওয়েবডেস্ক:
আসন্ন বিধানসভা নির্বাচনের ডিউটিতে সিভিক পুলিশদের নিয়োগ করা যাবে না। এই মর্মে চিঠি লিখে স্পষ্ট করে জানাল ভারতীয় নির্বাচন কমিশন।
Election Commission of India wrote to West Bengal Chief Election Officer stating that no person from civic police or green police or student police shall be engaged in any election related duty
— ANI (@ANI) March 4, 2021
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি লিখে পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসারকে স্পষ্ট করে জানিয়েছেন যে সিভিক পুলিশ, গ্রীন পুলিশ বা স্টুডেন্ট পুলিশদের নির্বাচন সংক্রান্ত ডিউটিতে রাখা যাবে না।
এবার বিধানসভা নির্বাচনে সিভিক পুলিস, গ্রিন পুলিসদের ব্যবহার করতে পারবে না রাজ্য প্রশাসন। নির্দেশ নির্বাচন কমিশনের।নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে ভোটের ৩ দিন আগে ও ভোট শেষ হওয়ার ১ দিন পরেও তারা কোনও ভাবেই তাদের ইউনিফর্ম পরে কাজ করতে পারবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584