নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একসঙ্গে কলকাতার ৮ জন রিটার্নিং অফিসারকে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে ভবানীপুর, কলকাতা বন্দর, শ্যামপুকুর, বেলেঘাটার মতো কেন্দ্রগুলি। যদিও কমিশন জানিয়েছে, কোন অভিযোগের কারণে নয়, এটা নেহাতই রুটিন বদলি।
কলকাতার ভোটের আগে কার্যত নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। একসঙ্গে কলকাতার ৮ বিধানসভা কেন্দ্রের ৮ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হল। কিছুদিন আগেই বালিগঞ্জের রিটার্নিং অফিসার-কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩০মার্চ বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে অপসারিত করে কমিশন। এবার সরানো হল ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের।
আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে লালাকে আরও এক সপ্তাহের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের
সূত্রের দাবি, এই ৮ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে,পক্ষপাতিত্ব, বিরোধীদের অভিযোগে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়ে কমিশনে নালিশ জানায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। এই ৮ রিটার্নিং অফিসারকে শোকজও করে কমিশন তবে তাঁদের উত্তর সন্তোষজনক না হওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কমিশনের বক্তব্য, রুটিন বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুনঃ “কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়ে লাভ কী হল?” প্রশ্ন মমতার
আগামী ২৬ এপ্রিল, সোমবার সপ্তম দফা এবং ২৯ এপ্রিল, বৃহস্পতিবার অষ্টম দফায়, কলকাতার মোট ১১টি আসনে ভোটগ্রহণ। এর আগে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি সহ বিভিন্ন পদমর্যাদার আধিকারিকদের সরিয়ে দেয় নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগেও সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত না রাখার নির্দেশ দেয় কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584