শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিধায়ক পদে থাকা সত্ত্বেও কলকাতা পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক বোর্ডের মাথায় বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে নিয়োগ করা হয়েছে। আবার তিনি পুর ও নগরোন্নয়ন দফতরের চেয়ারম্যানও। এই নিয়োগ নিয়ম মেনে হয়েছে কি না জানতে চেয়ে নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহাকে এবার চিঠি দিল নির্বাচন কমিশন।
পাশাপাশি কমিশন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিম বেতন বা ভাতা পান কিনা, কী ধরনের কাজ তাঁকে করতে হয়, কবে তাঁর পদে বসার বিজ্ঞপ্তি জারি হয়েছে, পুর প্রশাসকের পদটি রাজ্য সরকারের অধীনে কি না সহ আরও ৯টি বিষয় জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জেরে মেয়র থেকে সরে যেতেই তার জায়গায় ফিরহাদ হাকিমকে বেছে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য থেকে তৃণমূলেরও অনেক বড় নেতারা ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, এই নিয়োগ একেবারেই আইন সম্মত হয়নি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের
সম্প্রতি গড়িয়ার ১৪ টি লাশের অমানবিক সৎকার নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে রাজ্যপাল ডেকে পাঠালেও তিনি যাননি। তারপরেই ফিরহাদ হাকিমের নিয়োগ নিয়ে রাজভবনের চিঠি যায় জাতীয় নির্বাচন কমিশনে। সেই চিঠির প্রেক্ষিতেই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। ১ জুলাই মুখ্যসচিবকে এই চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনের ডিরেক্টর (আইন) বিজয় কুমার পাণ্ডে।
রবিবারই ওই চিঠির বিষয়টি জানাজানি হয়। যদিও নবান্নের তরফে চিঠির জবাব নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, “কমিশনের তরফে যে প্রশ্ন তোলা হয়েছে তা ভিত্তিহীন। সঠিক সময়ে ওই চিঠির জবাব দেওয়া হবে।”
আরও পড়ুনঃ খুন করল আমার ছেলেকে! নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইছাপুরের দম্পতির
ওই চিঠিতে কমিশন জানতে চেয়েছে, ফিরহাদ হাকিম একদিকে বিধায়ক, আবার একই সঙ্গে তিনি কলকাতা কর্পোরেশনের প্রশাসকের মতো লাভজনক পদে রয়েছেন। কেন তাঁর বিধায়ক পদ খারিজ হবে না তার উত্তর জানানো হোক।
আরও জানতে চাওয়া হয়েছে, প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিম কোনও ভাতা বা বেতন পান কি না, বিধায়ককে ঠিক কী ধরনের কাজের জন্য ওই পদে নিয়োগ করা হয়েছে, এই পদটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কি না, কে তাঁকে নিয়োগ করেছেন এসব বিষয়েও জানতে চাওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে ফিরহাদ স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও ভাতা নেন না। এই পদের জন্য তিনি আলাদা করে কোনও গাড়িও ব্যবহার করেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584