ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
গত ৩১ শে মার্চ গাজিয়াবাদে নির্বাচনী প্রচারে “মোদি কি সেনা” মন্তব্যের জেরে এবার কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে শোকজ নোটিশ পাঠানো হলো।
ঐদিনের বক্তব্যে যোগী আদিত্যনাথ যা বলেছিলেন তা হল ,”কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়া তো আর মোদীজির সেনা তাদের বুলেট ও বোমা খাওয়ায়।এটাই হল তফাৎ।কংগ্রেস আজহার মাসুদের মত লোককে জি সম্বোধন করে সন্ত্রাসবাদকে উৎসাহ দেয়।মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার শুধু জঙ্গিদের বাসস্থানই ধ্বংস করছে না,পাকিস্তানের কোমরও ভেঙে দিচ্ছে।”
তার এই মন্তব্যের বিরুদ্ধে যেমন বিরোধীরা প্রতিবাদ জানিয়েছিলেন তেমনি সরব হয়েছিলেন দেশের বুদ্ধিজীবী মহলের একাংশ।প্রাক্তন সেনা আধিকারিকরা যোগী আদিত্যনাথ এর ওই মন্তব্যে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন । প্রাক্তন সেনা আধিকারিকদের বক্তব্য সেনারা স্বাধীন এবং অরাজনৈতিক।সেনাদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
আরও পড়ুনঃ বেফাঁস মন্তব্য করে বিপাকে যোগী
প্রাক্তন নৌসেনা প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস যোগী আদিত্যনাথের মন্তব্যে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন।প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মোহন ভাণ্ডারি ও যোগীর এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন।তিনি জানান “যখন আমি ৫০ বছর আগে সেনায় যোগ দিয়েছিলাম, তখন আমাদের বলা হয়েছিল যে আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান।
এখনও সেটাই বলা হয়। কারণটা খুবই স্পষ্ট।আমাদের সেনা প্রধানই আমাদের বস। ব্রিটিশদের রীতি প্রথাকেই ভারতীয় সেনা এখনও পর্যন্ত অনুসরণ করে চলেছে। সেনাবাহিনী কোনওভাবেই কোনও সরকার বা কোনও দলের অধীন নয়।”
আগামী ৫ ই এপ্রিলের মধ্যে যোগী আদিত্যনাথ এর ঐদিনের বক্তব্যের পূর্ণ বয়ান চেয়ে তাকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন।আপাতদৃষ্টিতে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনী বিধি ভঙ্গের কারণেই তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584