নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দক্ষিণ কাশ্মীরের জঙ্গী অধ্যুষিত ৭টি নির্বাচনী এলাকায় ১৬টি আসনে আজ, শুক্রবার চলছে জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের তৃতীয় দফার ভোট। জম্মুতে তৃতীয় দফার ভোট রয়েছে ১৭টি আসনে। প্রবল শীতের মধ্যেও সকাল সাতটা থেকেই সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন উৎসাহী মানুষ। জম্মু-কাশ্মীরে গত তিন দশকে এ বারই প্রথম বয়কটের ডাক ছাড়া ভোট হচ্ছে।
এমনকি, গত বছরের অগাস্টে জম্মু-কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর পরে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল যে ভাবে ক্ষোভ প্রকাশ করেছে, তার পরেও এমন ঘটনা ঘটেছে। জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের প্রথম দফার ভোটে উপত্যকায় ৪২ শতাংশ ভোট জমা পড়েছিল।
আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ভারতে আসতে চলেছেন বরিস জনসন
তবে দ্বিতীয় দফায় সেই ভোটের হার কিছুটা কমে ৩৪ শতাংশ হয়। শুক্রবারে ১৬টি আসনের মধ্যে ৮টি আসন দক্ষিণ কাশ্মীরের। যার মধ্যে জঙ্গি অধ্যুষিত দুই জেলা সোপিয়ান ও পুলওয়ামাও রয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটে আহামরি কিছু ভোট পড়েনি এই দুই জেলায়।
আরও পড়ুনঃ সত্যের বিকৃতি মালব্যের পোস্টে, ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা টুইটারের
গত বছরের অগস্টে জম্মু-কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর পরে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল যে ভাবে ক্ষোভ প্রকাশ করেছে, তার পরেও ভোট হয়েছে। বয়কটের ডাক না থাকলেও পুলওয়ামা জেলায় অধিকাংশ ভোটারই ঘর ছেড়ে বুথে আসেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584