নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণের কারনে পিছিয়ে গেল নিউজিল্যান্ডের ভোট। এদিন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ঘোষণা করেন ভোট পিছিয়ে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার অকল্যান্ডে নতুন করে নয়টি করোনা পজিটিভ কেস ধরা পড়ে, ফের অকল্যান্ডে লকডাউন শুরু হয়। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ লোকের বাস অকল্যান্ডে অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ মানুষ আবার লকডাউনের আওতায়।
বিরোধী দল, কনজারভেটিভ নাশনালিস্ট পার্টির থেকে দাবি তোলা হয় এখন ভোট হলে এতজন ভোটদাতার কাছে ভোটের প্রচারে পৌঁছনো যাবে না অতএব ভোট পিছিয়ে দেওয়া হোক।
আরও পড়ুনঃ বাহরিনে গণেশ মূর্তি ভাঙার অপরাধে গ্রেফতার মহিলা, নিন্দা প্রকাশ রাজকীয় উপদেষ্টার
যদিও ওপিনিয়ন পোল অনুযায়ী ক্ষমতাসীন লেবার পার্টি ই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ডে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন বলেন, এই পরিস্থিতিতে সকলেই একই অবস্থায়। তাঁর লেবার পার্টিও অকল্যান্ডের মানুষের কাছে তাঁদের পার্টির প্রচার পৌঁছে দিতে পারবে না একই কারণে। ভোট পিছনোর ক্রমাগত দাবি মেনে নেন প্রধানমন্ত্রী এবং ১৭অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584