নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ জলঙ্গী বিধানসভার সাগর পাড়া থানার খাদি ভবনে নির্বাচনী সভা করলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিধানসভা এলাকার বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে তৃণমূল শাখা সংগঠনের সমস্ত বিধানসভা ভিত্তিক কর্মীদের ও এলাকার বিশিষ্ট ইমাম ,পুরোহিতদের নিয়ে নির্বাচনী সভার আয়োজন করলেন জলঙ্গী ব্লক উত্তর জোনের তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভার সাংসদ নাদিমুল হক এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেন এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতে এই প্রথম, বিগত ৭০ বছরে যে নির্বাচন হয়নি সেই নির্বাচন এবার রাজ্যে হবে। সাধারণ মানুষকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে তৃণমূলের সমস্ত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান তিনি আজকের এই মঞ্চ থেকে জানিয়েছেন।
আরও পড়ুনঃ ভাষণ শুরু হল ব্রিগেডের জনসভায়

তিনি আরো বলেন, জনসভায় রথযাত্রায় যতই লোক দেখাক না কেন ভোট চাইতে গেলে সাধারণ মানুষ বিরোধীদের দেখে জানলা দরজা বন্ধ করে দেবে। ভোট সাধারণ মানুষ তৃণমূলকেই দেবে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুনঃ অসমে বড় ধাক্কা বিজেপির, বরোল্যান্ড পিপলস ফ্রন্ট ছাড়ল এনডিএ জোট
এদিন উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক,রাজ্য মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক মুক্তার আলি, বিধায়ক আব্দুর রাজ্জাক, ব্লক তৃণমূল নেতা বিষ্ণুপদ সরকার,ব্লক সভাপতি (দক্ষিণ) রাকিবুল ইসলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584