নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়ার খাঁতড়ার হিড়বাঁধ ফুটবল ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন ময়দান থেকে আমাদের নেত্রী বলেছিল আমরা জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করব।ছত্রিশগড়ে রয়েছে ওড়িশায় রয়েছে মাওবাদীদের আস্তানা কিন্তু চার বছরের বাংলায় একটাও কোনদিন রক্তের খবর সন্ত্রাসের খবর কেউ পাইনি।
ঝাড়খণ্ড পাকুরের এসপি কে কুপিয়ে খুন করেছে মাওবাদীরা আরেক দিকে উড়িষ্যায় বিজেপি এমপি চিনা হি কাকা কে অপহরণ করে শুভশ্রী পান্ডাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে মাওবাদীরা আরেকটিকে ছত্রিশগড় মহেন্দ্র কামরা ও বিদ্যাচরণ শুক্লার মত নেতাদের কুপিয়ে খুন করেছে মাওবাদীরা।
কিন্তু জঙ্গলমহলে মাওবাদীরা আলাদা ভারতবর্ষের দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের কোথাও মাওবাদীরা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে না এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদির মধ্যে পার্থক্য।
আরও পড়ুনঃ আমরা যাদের তাড়িয়ে দিই,তাদের কোলে তুলে নিয়ে মিটিং করে,ফালাকাটায় নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী
সবার থেকে কর্মী-সমর্থকদের তিনি বলেন জোড়া ফুলে ভোট দিন এটা মাথায় রাখবেন এটা বাংলার সম্মানের লড়াই সুব্রত মুখোপাধ্যায়কে ভোট দেওয়া মানে বাংলাকে এগিয়ে দেওয়া আর সুভাষ সরকারকে ভোট দেওয়া মানে বাংলাকে বিক্রি করে দেওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584