রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
লোকসভা ভোটকে সামনে রেখে মুর্শিদাবাদে পাঁচ দফায় নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী।
আজ শহর বহরমপুরের স্টেডিয়াম ময়দানে বেলা সাড়ে তিনটে নাগাদ নির্বাচনী জনসভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো।
বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে এই নির্বাচনী জনসভা।
আজকের এই জনসভায় মমতা বলেন,মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা কংগ্রেসের ঘাঁটি হিসেবে বহুদিন ধরে পরিচিত।রাজ্যের শাসন ক্ষমতার পালা বদলের পর একে একে সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের শাসনে এলেও মালদা এবং মুর্শিদাবাদ পিছিয়ে ছিল।
কিন্তু আজ বিভিন্ন রকম উন্নয়নের তাগিদে মুর্শিদাবাদ ও মালদাতে তৃণমূল কংগ্রেসের শাসনের আওতায় চলে এসেছে। এবং আগামী লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলাতে ৩ এ ৩করে ৪২টি আসন জয় করে কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসকে সরিয়ে সেখানে সরকার গঠন করবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
নাম না করে অধীর চৌধুরীকে ডাকাতের সর্দার বলে উনি কটাক্ষ করেন।মুর্শিদাবাদ জেলাতে জোড়া খুন এবং ইলেকট্রিক চুল্লির ঘটনাকে কেন্দ্র করে সরব হলেন মুখ্যমন্ত্রী।সেইসঙ্গে ভারতের পুরো চেহারা পাল্টে দিচ্ছে বিজেপি এবং পালিয়ে যাওয়ার নেতাকে ভোট না দেওয়ার আর্জি জানালেন তিনি। এবারে ১৪২৬..আসন পাবে ৪২ এ ৪২. এছাড়াও ছন্দ মিলিয়ে বলেন যে বিজেপি কংগ্রেসকে সিপিএম কে কবর দিন গণতান্ত্রিক উপায়ে এবং নিজের ভোট নষ্ট না করে তৃণমূলকে ভোট দিন। বহু ধর্মাবলম্বী মানুষ বাংলায় বাস করে সবাই নিজ নিজ ধর্মকে বিশ্বাস করে এবং তাকে পুজো করে মোদি সরকারের এই গদা হিন্দু ধর্মকে কেউ মানবে না।
তৃনমূল ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বিজেপির সাথে। আরএসএস আগে হাফ প্যান্টে রাজনীতি করতো এখন শপিং মল থেকে ফুল প্যান্ট পড়ে রাজনীতি করছে এমনি বললেন দলনেত্রী।
আরও পড়ুনঃ ভারতবর্ষের মাটিতে দুটি মতাদর্শের লড়াই-মোদি আর দিদির,নলহাটির নির্বাচনী জনসভায় অভিষেক
মুর্শিদাবাদ জেলায় পাঁচ দফায় জনসভার মধ্যে তিন দফা ১০ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারকে নিয়ে বৃহৎ আকারে নির্বাচনী প্রচার করলেন দলনেত্রী এবং আজও মঞ্চ থেকে জানালেন অপূর্ব সরকারকে বহরমপুর লোকসভা কেন্দ্র মানুষ জিতিয়ে দিলে মুর্শিদাবাদের মানুষ যা চাইবে তাই উনি তুলে দেবেন। যেমনটা ২০১১ পর থেকে সরকার গঠনের পর রাজ্যে যেভাবে একের পর এক উন্নয়ন করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584