নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের ফালাকাটাতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কার্যতঃ মোদি সরকারের তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃনমুলের আমলে নারদা সারদা হয়নি।এটা হয়েছে সিপিএমের আমলে।পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে তারই উল্লেখ করেন।
একগুচ্ছ উন্নয়ন হয়েছে তারই তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।তিনি অভিযোগ করেন, বিজেপি মিছিলে গেলে ১০০০ টাকা দিচ্ছে।আর ভোট দিলে ৫ হাজার টাকা দিচ্ছে এগুলো জনগনের টাকা।দিল্লিতে শপিং মল পার্টি অফিস করছে।আমাদের উপর নজরদারী করছে।সিবিআই লাগাচ্ছে।চা বাগান প্রসঙ্গে বলেন,মোদি এখানে এসে বললেও সাতটি চা বাগান খোলেনি।আজ একটা চা বাগান খুলে গেল।এনআরসি প্রসঙ্গে তিনি বলেন,ওরা বাংলায় হাত দিয়ে দেখুক।সে গুড়ে বালি।
বাংলায় এনআরসি হবে না।তৃনমুল ৪২ এ ৪২ বাংলাই পথ দেখাবে।বাংলাই দিল্লির সরকার করবে।মোদিকে কটাক্ষ করে তিনি বলেন উনি এখন উনি নকল চৌকিদার।এক্সপায়ারী প্রধানমন্ত্রী।এখন প্রেসক্রিপশন করার ক্ষমতা নেই।আগে নিজের ঘরের দিকে তাকান।পরে তাকাবেন তৃনমুলের দিকে।
আরও পড়ুনঃ কেশপুরে কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ওরা একটা দাঙ্গাবাজকে প্রার্থী করেছে।জঞ্জাল,আমরা যাদের তাড়িয়ে দিই ওরা কোলে তুলে নিয়ে মিটিং করে।আবহাওয়া খারাপ থাকায় এদিন তিনি ত্রিশ মিনিট বক্তব্য রাখেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584