মনিরুল হক,কোচবিহারঃ

কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তীব্র জটিলতা তৈরি হল।রবিবার ফের উত্তরবঙ্গে আসার কথা মোদীর।কোচবিহারে তিনি সভা করবেন বলে বিজেপি প্রচার শুরু করেছে। কোচবিহারের রাসমেলা মাঠে তাঁর সভার প্রস্তুতিও চলছে। কিন্তু ওই মাঠেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সভা করবেন বলে আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছে তণমূল।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘যে রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা ছিল,সেখানে তৃণমূলের সভা হবে।ইতিমধ্যেই সেই মাঠে আমাদের মঞ্চ বাঁধার কাজ শুরুও হয়ে গিয়েছে।’ তৃণমূল প্রচার করছে যে প্রধানমন্ত্রী আসবেন না।
আরও পড়ুনঃ বামপ্রার্থীর প্রচার সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পাল্টা বিজেপি দাবি করছে,প্রধানমন্ত্রী রবিবারই আসবেন ও ওই মাঠেই সভা করবেন।সেজন্য প্রয়োজন হলে তৃণমূলের সভামঞ্চ ভাঙা হবে।কোন কথা শোনা হবে না।মোদীর সভার তদারকি করতে বৃহস্পতিবার রাতেই কোচবিহার আসেন বিজেপি নেতা মুকুল রায়।দফায় দফায় জেলা নেতৃত্বের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের জানান, তাঁদের হাতে ৭ এপ্রিল মোদীর সভা করার অনুমতি রয়েছে। শুক্রবার মাঠে গিয়ে তিনি দেখতে পান সেখানে একটি স্ট্রাকচার রয়েছে।সেটা পাহারা দেওয়াও হচ্ছে।জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে তিনি জানতে পারেন ওই স্ট্রাকচার কার,সেটা তাঁরা জানেন না।তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এসে যদি ওই স্ট্রাকচার খুলে দিতে বলে, তাহলে সেটা খুলে দেওয়া হবে।
কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, ‘শুক্রবার সকাল ন’টায় আমরা ওখানে মঞ্চ বাঁধার কাজ শুরু করব।তাতে প্রয়োজন হলে তৃণমূলের মঞ্চ ভেঙ্গে দেওয়া হবে।যা হবে আমরা তা দেখে নেব।’
প্রধানমন্ত্রীর সভা হবে বলে ইতিমধ্যে এসপিজি’র আইজি ইতিমধ্যেও প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন।
ফলে এখনও স্পষ্ট নয় রবিবার ঠিক কী হতে চলেছে।তবে মোদী,মমতার সভা ঘিরে উত্তরবঙ্গ যে উত্তপ্ত হতে শুরু করেছে,তা বলাই যায়। নিশীথের দাবি,পুলিশ প্রধানমন্ত্রীর সভার অনুমতি না দিলে বিজেপি কর্মী-সমর্থকেরা স্থানীয় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন।ফলে প্রশ্ন উঠেছে, অনুমতি আছে বলে মুকুলের বক্তব্যে কি নিশীথের জানা নেই?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584