নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পরপর তিনদিন ঘাটাল লোকসভার বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে বৈঠকের পর আজ পিংলা ব্লকের প্রচারে বেড়ান ঘাটাল লোকসভার বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। আজ তিনি প্রচার শুরু করেন পিংলার মুন্ডু মারী থেকে, রাস্তায় যাওয়ার পথে যেখানেই তিনি সাধারণ মানুষকে দেখতে পেয়েছেন মহিলাদের কথা শুনে দেখতে পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষের সাথে কথা বলতে, প্রচারে মূলত তিনি জোর দিচ্ছেন নারী শক্তির উপর।
আরও পড়ুনঃ পাঁচ বছরে সাংসদকে পাঁচবারও দেখা যায়নি বললেন ভারতী
গ্রামের সাধারণ মানুষকে বোঝাচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়,রাস্তায় চলার পথে তিনি যেখানেই অনুন্নয়নের ছবি দেখতে পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে পড়েছেন এবং এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন,শুনেছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা।এভাবেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তিনি তার নিজের প্রচার ছাড়ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584